গৌরীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।এই অভিযানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী মোট ৯টি মামলা দায়ের করা হয়।অভিযানকালে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে মোট ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

গৌরীপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত এবং দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী মোট ৯টি মামলা দায়ের করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে মোট ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।

তিনি জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow