গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের সঙ্গে রবি আজিয়াটার চুক্তি সাক্ষর

4 days ago 8

বাংলাদেশে ডিজিটাল স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে  সম্প্রতি অংশীদারিত্ব চুক্তি সাক্ষর করেছে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস। এই অংশীদারিত্ব স্বাস্থ্যসেবায় গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের দক্ষতা এবং দেশব্যাপী রবির বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে আরও সহজেই পৌঁছে যাবে উন্নত স্বাস্থ্যসেবা।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস যা গ্রামীণ টেলিকম ট্রাস্টের উদ্যোগ। রবির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সবাইকে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ দেবে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস।  

ফলে সুখী অ্যাপের মাধ্যমে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোয় পাওয়া যাবে ভিডিও কনসালটেশন, ট্র্যাকিং টুলস ও ঘরে বসেই ল্যাব টেস্টের মতো সেবাগুলো।

চুক্তিসাক্ষর অনুষ্ঠানে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী, চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান, ফিন্যান্স লিড তৌফিক আহমেদ এবং লিগ্যাল ও কমপ্লায়েন্স লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক ও হেড অফ অপারেশন মোখলেসুর রহমান।

রবির পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, হেড অফ রবি মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরী, অ্যাকটিং হেড এবং জেনারেল ম্যানেজার, ভ্যালু অ্যাডেড সার্ভিসেস এবং নিউ বিজনেস শফিক শামসুর রাজ্জাক, ভ্যালু অ্যাডেড সার্ভিসেস ম্যানেজার সৈয়দ আজরাফ জামান।

Read Entire Article