গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট
নির্মাণ শিল্পে আস্থা ও সর্বোচ্চ মান নিশ্চিতকারী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশ দেশের প্রতিটি জেলায় পৌঁছানোর অঙ্গীকার নিয়ে নতুন সুবিধা চালু করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। প্রোগ্রামে জানানো হয়, জার্মান ভিআরএম প্রযুক্তি ও এ-গ্রেড ক্লিঙ্কারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট দেশের সব শহর, গ্রাম ও প্রান্তে পৌঁছে দেওয়া হবে। নতুন সুবিধা পরিচালিত হবে নরসিংদীর পলাশে অবস্থিত আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান (ইমেরিটাস) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, পরিচালক সালমান করিম, মোহাম্মদ খালেদ ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির, চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ, চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ অনিন্দ্য সরকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া বিভিন্ন প্রকৌশল বিশ্ববি
নির্মাণ শিল্পে আস্থা ও সর্বোচ্চ মান নিশ্চিতকারী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশ দেশের প্রতিটি জেলায় পৌঁছানোর অঙ্গীকার নিয়ে নতুন সুবিধা চালু করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়।
প্রোগ্রামে জানানো হয়, জার্মান ভিআরএম প্রযুক্তি ও এ-গ্রেড ক্লিঙ্কারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট দেশের সব শহর, গ্রাম ও প্রান্তে পৌঁছে দেওয়া হবে। নতুন সুবিধা পরিচালিত হবে নরসিংদীর পলাশে অবস্থিত আধুনিক ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান (ইমেরিটাস) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, পরিচালক সালমান করিম, মোহাম্মদ খালেদ ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির, চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ, চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ অনিন্দ্য সরকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এছাড়া বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও স্থপতি, সরকারি ও সামরিক কর্মকর্তা, ব্যাংক ও শিল্পপতি, ব্যবসা ও কর্পোরেট জগতের প্রতিনিধিসহ ৭ শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চেয়ারম্যান (ইমেরিটাস) ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, ১৯৯৪ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের প্রথম বেসরকারি সিমেন্ট কারখানা স্থাপন করি। সীমিত সম্পদ ও প্রযুক্তি থাকা সত্ত্বেও আমাদের প্রকৌশলবিদ্যা, সাহস ও সততা এই চ্যালেঞ্জ গ্রহণে সহায়তা করেছে। নরসিংদীর নতুন প্ল্যান্টের মাধ্যমে আমরা দেশজুড়ে মানসম্মত সিমেন্ট পৌঁছে দেব।
কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম বলেন, কনফিডেন্স সিমেন্ট কেবল একটি ব্র্যান্ড নয়; এটি জাতীয় উন্নয়নের অংশ। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাব।
চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ বলেন, আমাদের লক্ষ্য শুধু উৎপাদন বৃদ্ধি নয়; মান, ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা। নতুন উদ্যোগ গ্রাহক, ডিস্ট্রিবিউটর ও রিটেইল ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন বলেন, কনফিডেন্স সিমেন্ট ব্র্যান্ড মানে আস্থা, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দেশের নির্মাণ শিল্পে আস্থা ও উন্নয়নের নতুন অধ্যায় শুরু করছি।
গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট দেশের প্রতিটি প্রান্তে পৌঁছানো, গ্রাহক ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং জাতীয় উন্নয়ন অভিযাত্রায় অংশগ্রহণের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেছে।
What's Your Reaction?