ঘর থেকে স্ত্রীর ও গাছে ঝুলন্ত স্বামীর মরদেহ উদ্ধার

2 months ago 6

যশোরের বেনাপোলে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) ভোরে পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে ঘরের মধ্যে স্ত্রীর মরদেহ ও বাড়ির পাশে গাছে স্বামীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত মনিরুজ্জামান পেশায় ভিক্ষুক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পারিবারিকভাবে দাবি করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ঘুম ভাঙতেই বাড়ির লোকজন রেহেনার নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। কিছু সময় পর বাড়ির পাশের গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় মনিরুজ্জামানের মরদেহ। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তারা আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে বিষয়টি এই মুহূর্তে বলা সম্ভব না। তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

মো. জামাল হোসেন/এমএন/এমএস

Read Entire Article