ফরিদপুরের নগরকান্দায় চোরের হাতে খুন হয়েছেন বাড়ির মালিক প্রবাসী জামাল মাতুব্বর (৫৪)। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় চোরের দল।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। জামাল মাতুব্বর ওই গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে এক মাস আগে বাড়িতে এসে বিয়ে করেন। চুরির উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর রাত ২টার দিকে তার বাসার জানালার লক কেটে ঘরে ঢোকে। লোহার রড দিয়ে বিশেষ অঙ্গে আঘাত করলে তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্র জানায়, ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর গুলিতে তার বাবা হাতেম আলী খুন হন। তখন জামাল তার মায়ের গর্ভে। পরবর্তীতে সংসারের হাল ধরতে বিদেশে পাড়ি জমান। প্রবাস জীবন শেষ করে রোজার আগে দেশে ফিরে আসেন। দীর্ঘদিনের উপার্জিত অর্থই যেন কাল হয়ে দাঁড়ালো জামালের। এখন জামালের পরিবারে একমাত্র বৃদ্ধ মা রয়েছেন।
নিহত জামালের খালাতো বোন সাথী বেগম বলেন, জামালকে হত্যার পর চোরেরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, মূলত চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে তাদের চিনে ফেলার কারণে এ ঘটনা ঘটায়। এখনো ভুক্তভোগী পরিবারের লোকজন কোনো প্রকার অভিযোগ করেনি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করবো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীররাতে জামালের ঘরে দুই জন চোর ঢুকে তার অণ্ডকোষে আঘাত করে হত্যা করে। তাকে হত্যার সময় ঘরের বাইরে আরও লোক থাকতে পারে। ঘটনাটি দুঃখজনক। আমরা গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।
এন কে বি নয়ন/এফএ/এমএস