ঘরে বসে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করবেন যেভাবে

2 weeks ago 15
আগে নাগরিক সনদ নিতে হলে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়াতে হতো। এখন আর সেটা করতে হয় না! আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই অনলাইনে নাগরিক সনদপত্রের জন্য আবেদন করতে পারবেন। চলুন, আজ খুব সহজভাবে ধাপে ধাপে জেনে নিই কীভাবে করবেন। নাগরিক সনদপত্র কী? নাগরিক সনদপত্র হলো এমন একটা কাগজ, যেটা দিয়ে প্রমাণ হয় আপনি বাংলাদেশের কোন এলাকার নাগরিক। এটা অনেক কাজে লাগে, যেমন: - পাসপোর্ট করতে - স্কুলে ভর্তি নিতে - জমি কেনাবেচায় - চাকরির জন্য - সরকারি ভাতা নিতে - ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কীভাবে অনলাইনে আবেদন করবেন? ধাপ ১: ওয়েবসাইটে যান আপনার ইউনিয়ন বা পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সাধারণত এই লিংকে পাওয়া যায়: https://www.nib.gov.bd ধাপ ২: নাগরিক সনদ সিলেক্ট করুন ওয়েবসাইটে গিয়ে ‘সেবা’ বা ‘অনলাইন আবেদন’ মেনু থেকে ‘নাগরিক সনদ’ নির্বাচন করুন। আরও পড়ুন: ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন যেভাবে আরও পড়ুন: ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করবেন যেভাবে ধাপ ৩: ফর্ম পূরণ করুন একটা ফর্ম আসবে, যেখানে কিছু তথ্য দিতে হবে: - আপনার নাম - বাবার/মায়ের নাম - জন্মতারিখ - এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর - ঠিকানা - মোবাইল নম্বর - ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র (স্ক্যান/ফটো) ধাপ ৪: ফি পরিশোধ করুন সাধারণত ফি ২০-৫০ টাকার মধ্যে হয়। আপনি বিকাশ/নগদ/রকেট দিয়ে সহজেই পেমেন্ট করতে পারবেন। ধাপ ৫: আবেদন সাবমিট করুন সব তথ্য ঠিকঠাক দিয়ে সাবমিট করুন। এরপর আপনি একটা রিসিপ্ট বা ট্র্যাকিং নম্বর পাবেন—সেটা সংরক্ষণ করে রাখুন। সনদপত্র কীভাবে পাবেন? - ২ থেকে ৭ দিনের মধ্যে আপনার আবেদন যাচাই হবে। - এরপর আপনি SMS বা ফোন কল পাবেন। - আপনি চাইলে অনলাইন থেকে সনদের কপি ডাউনলোড করতে পারবেন। - অথবা অফিসে গিয়ে মূল কপি (হার্ড কপি) নিতে পারবেন। কিছু টিপস: - সব তথ্য ঠিকমতো দিন—ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে। - ছবি বা ডকুমেন্ট যেন স্পষ্ট হয়। - আবেদন করার পর মাঝে মধ্যে ওয়েবসাইটে গিয়ে দেখে নিন—আপনার সনদ রেডি হয়েছে কি না। ডিজিটাল বাংলাদেশে এখন নাগরিক সনদ পেতে আর অফিসে দৌড়াদৌড়ির দরকার নেই। মোবাইল বা কম্পিউটার থাকলেই ঘরে বসেই সবকিছু করা যায়। তাই সময় ও ঝামেলা বাঁচাতে এখনই অনলাইনে আবেদন করে ফেলুন!
Read Entire Article