ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

2 hours ago 2
বর্ষাকালে কিংবা শহুরে ছোট্ট ফ্ল্যাটবাড়িতে জায়গার অভাবে অনেকেরই ভরসা হয়ে ওঠে ঘরের ভেতর জামাকাপড় শুকানো। বাইরে রোদ নেই, বারান্দায় জায়গা কম- তাই ভেজা কাপড় ঘরের ভেতর ঝুলিয়ে রাখা ছাড়া আর উপায় থাকে না। কিন্তু জানেন কি, এই সামান্য অভ্যাসও অজান্তেই আপনার পরিবারের জন্য ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ? বিশেষজ্ঞরা বলছেন, ঘরে ভেজা কাপড় শুকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, যা থেকে তৈরি হয় ড্যাম্প ভাব, ছত্রাকের বৃদ্ধি এবং শ্বাসকষ্ট ও অ্যালার্জির মতো স্বাস্থ্যঝুঁকি। শুধু তাই নয়, এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ঘরের আসবাবপত্র ও দেয়ালও। ফলে সুবিধার জন্য করা এই কাজটাই পরিণত হতে পারে পরিবারের সবার জন্য অস্বস্তির কারণ। বিশেষজ্ঞদের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। চলুন, জেনে নিই ভেজা কাপড় ঘরে শুকানোর ফলে কী কী সমস্যা হতে পারে— ছত্রাক ও জীবাণুর বৃদ্ধি ভেজা কাপড় থেকে বাতাসে আর্দ্রতা বাড়ে, যা ঘরের দেওয়াল, ছাদ ও আসবাবপত্রে ছত্রাক জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি করে। শ্বাসকষ্ট ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা বাতাসের সঙ্গে ছত্রাকের কণা ফুসফুসে প্রবেশ করলে কাশি, শ্বাসকষ্ট এমনকি অ্যাজমার মতো সমস্যা বাড়তে পারে। অ্যালার্জি ও ইমিউনিটি কমে যাওয়া যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের জন্য চুলকানি, চোখ লাল হওয়া, মাথাব্যথা ও ক্লান্তি বেড়ে যেতে পারে। এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও (ইমিউনিটি) কমে যেতে পারে।   সমাধান কী? ১. পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করুন। ২. সম্ভব হলে এক্সস্ট ফ্যান ব্যবহার করুন। ৩. বাথরুম বা ব্যালকনিতে শুকানোর ব্যবস্থা করুন, যাতে ঘরের মূল অংশে আর্দ্রতা না জমে। চিকিৎসকরা বলছেন, ঘরের ভেতর জামাকাপড় শুকানো গেলেও সতর্কতা না নিলে তা শারীরিক ও বাসস্থানের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই সুস্থ থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
Read Entire Article