চটলেন মমতা, প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা

5 hours ago 4

বিধানসভার অধিবেশনে চটেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম থেকে শুরু করে রাজনৈতিক পদক্ষেপ নিয়ে শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারীদের ধুয়ে দিয়েছেন তিনি। এমনকি অধিবেশনে প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ করেছেন তিনি। 

বুধবার (১২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সরব হসন মমতা। বিজেপির বিধায়করা জ্যোতি বসুর আমলে রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগ তোলেন । তখন চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। 

বিধানসভায় অতীতের ভাঙচুরের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীর জবাব চান শঙ্কর ঘোষ। এ মমতা বলেন, আমি বিধানসভার চেয়ার ভাঙিনি। প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। তার এমন চ্যালেঞ্জে হট্টগোল করেন বিজেপির বিধায়করা। তারা বিধানসভা থেকে বের হয়ে যান। 

প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার বাইরে কালো জামা পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিক্ষোভ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বহিষ্কার হওয়া বিজেপি বিধায়করা।  বিষয়টি আগেই নজরে আসে মমতার। ফলে তাদেরও টিপ্পনি কাটেন তিনি। বিষয়টি সহ্য হয়নি  বিজেপি বিধায়কদের। তারা ওয়াক আউট করেন। 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য রাখতে গেলে বিজেপি বিধায়করা তুমুল হট্টগোল শুরু করেন। তারা অভিযোগ করেন, বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছে। জবাবে মমতা বলেন, লোকসভা, রাজ্যসভায় আমাদের দলেরও ৪২ জন  সংসদ সদস্য রয়েছেন। তারাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমরা কোনো চেয়ারে বসলে সেটার প্রতি যত্নশীল থাকি।

মমতার এমন কথার পরও  বিজেপি বিধায়করা হট্টগোল করতে থাকেন। তখন তিনি বলেন, আপনারা আগে বলেন। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না। তখন বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ার ভাঙার প্রসঙ্গ টেনে আনেন শঙ্কর ঘোষ।

তিনি বলেন, ‌আমি আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙচুর চালিয়েছেন। তখনই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে  প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। 

Read Entire Article