চট্টগ্রাম চিড়িয়াখানায় ঢালাইয়ের মাছা ভেঙে ৫ শ্রমিক আহত

3 months ago 13

চট্টগ্রাম চিড়িয়াখানায় ঢালাইয়ের মাছা ভেঙে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহত শ্রমিকরা হলেন— মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হাওলাদার (২৭)।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ জাগো নিউজকে বলেন, চিড়িয়াখানার উন্নয়ন কাজ চলছিল। চিড়িয়াখানায় দিনের বেলা দর্শনার্থী থাকার কারণে ঠিকাদার শুক্রবার রাতে কাজগুলো করা হয়ে থাকে। শুক্রবার রাতে একটি ঢালাইয়ের কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক। এ সময় মাছার একটি বাঁশ সরে গেলে প্রথমে একজন শ্রমিক আহত হন। তার চিৎকারে অন্যরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তখন আমরা ফায়ার সার্ভিস ও জরুরি অ্যাম্বুলেন্স কল করি। ফায়ার সার্ভিস এসে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে এক শ্রমিকের পায়ে দুটো সেলাই হয়েছে। অন্যদেরও এক্সরে পরবর্তী স্বাভাবিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘ঘটনার সময় কোনো দেয়াল ধসে পড়েনি। তবে ঘটনার পর আমরা ঝুঁকিপূর্ণ মনে করে ঢালাই কাজের সঙ্গে থাকা কয়েকটি পিলার নিজেরা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দিয়েছি।’

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণাধীন দেয়াল ও ফটক ধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়। শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

Read Entire Article