চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৮ উপজেলা ও ৬ পৌরসভা কমিটি শিগগির

3 months ago 7

আওতাধীন ৮ উপজেলা ও ৬ পৌরসভা কমিটি শিগগির গঠন করার পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এসব কমিটি ঘোষণার পরই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে। এরই মধ্যে বিলুপ্ত করা হয়েছে দক্ষিণ জেলার আওতাধীন সবগুলো কমিটি।

এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে। শিগগির যোগ্য ও ত্যাগীদের নিয়ে আহ্বায়ক কমিটিগুলো ঘোষণা দেওয়া হবে। কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি বিষয়টি সার্বিক তদারকি করছেন।

প্রথমে দক্ষিণ জেলার ৮ উপজেলা ও ৬ পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা হবে। এরপর ঘোষণা করা হবে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি। বিগত সময়ে যারা রাজপথে ছিলেন তারাই আগামীতে মূল্যায়িত হবেন বলে জানান বিএনপির এই নেতা।

এর আগে গত ২২ মে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রথম সভায় দক্ষিণ জেলার আওতাধীন মেয়াদোত্তীর্ণ সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। দলের সাংগঠনিক গতিশীলতা ও পুনর্গঠনের লক্ষ্যে জেলা কমিটি এ সিদ্ধান্ত নেয়। পরে তৃণমূল ত্যাগী কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে বলে জানায় দলটি।

এছাড়া ওই দিনের সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটি গঠন সম্পন্ন করে জেলা সম্মেলন করা হবে। বিএনপি ও জিয়া পরিবারের নাম দিয়ে ভূঁইফোঁড় সংগঠন যত্রতত্র দলীয় কার্যালয় ও দলীয় শৃঙ্খলাবিরোধী যারা অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জেলা বিএনপির নেতৃত্বে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস

Read Entire Article