চট্টগ্রাম পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে প্রধান উপদেষ্টাকে বহন করা বিমান।
বিমানবন্দর থেকে ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বন্দরে যাবেন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনে পানি সংকট নিয়ে এক বৈঠকে অংশ নেবেন তিনি। সেখান থেকে সার্কিট হাউসে স্বল্প সময় অবস্থান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশ নিবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
সাবেক কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
অনুষ্ঠানস্থল, দীর্ঘ সড়ক কিংবা বিশাল ফ্লাইওভারেও বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। বিমানবন্দর সড়ক থেকে অক্সিজেন হয়ে হাটহাজারীর প্রত্যেক অলি-গলির মুখে দেখা গেছে পুলিশ, সেনাবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), নৌবাহিনীর সদস্যদের। ন্যূনতম ৫০ গজ দূরত্বে কাজ করছেন ৩/৪ জন পুলিশ। এদের পাশাপাশি প্রধান উপদেষ্টার নিরাপত্তায় মাঠে থাকবেন র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ, যৌথবাহিনী, সিআইডি, এনএসআই, ডিএসবি, এসবি, ডিজিএফআই ও এএসএফের সদস্যরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে যোগদানের পাশাপাশি, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করবেন, যেখানে তিনি বিখ্যাত ক্ষুদ্রঋণ ধারণার জন্য খ্যাতি অর্জন করেছিলেন।