চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে না দিতে অবস্থান কর্মসূচি

5 months ago 75

চট্টগ্রাম বন্দরের এনসিটি, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে-টার্মিনাল, লালদিয়ারচর বিদেশি কোম্পানিকে না দিয়ে দেশের কোম্পানিকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। 

রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এতে সংগঠনটির ১৬ জন সদস্য অংশ নিয়েছেন। 

চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থের নেতৃত্বে এতে উপস্থিত আছেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি ও চট্টগ্রাম সুরক্ষা কমিটির অন্যতম নেতা এম এ হাশেম রাজু, বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, মহানগর যুবদল নেতা রাজীব বিশ্বাস, মহানগর যুবদল নেতা খলিলুর রহমান, ছাত্রদল নেতা রাজু দাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসিনসহ আরও অনেকে। 

চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির হৃৎপিণ্ড। নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ৬০ শতাংশ কার্যক্রম পরিচালনা হয়। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়। তবে আমাদের যেটি লাভবান সেক্টর সেটি কেন বিদেশিদের হাতে তুলে দেব? আমাদের অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বিনিয়োগ প্রয়োজন। সেখানে বিদেশি বিনিয়োগ হোক। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতেঙ্গা কনটেইনার টার্মিনাল সৌদি কোম্পানিকে দিয়েছিল। এর ফলে সেখানে বাংলাদেশি শ্রমিকদের চাকরির সংকোচন হবে। 

বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল বলেন, আমরা মনে করি এ বিষয়ে স্টেকহোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করা দরকার। আমাদের দেশের কোম্পানিগুলোকে কীভাবে বিশ্বমানের করা যায় সেই উদ্যোগও নেওয়া উচিত। 

মহানগর যুবদল নেতা রাজীব বিশ্বাস বলেন, চট্টগ্রাম বন্দর কিংবা এনসিটি পরিচালনায় আমাদের সামর্থ্য রয়েছে। সুতরাং এগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এই সরকার এককভাবে নিতে পারে না। আমরা এর কঠোর প্রতিবাদ জানাই। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। 

Read Entire Article