চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল ই-সিগারেটসহ যাত্রী আটক

2 months ago 5

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল ইলেকট্রিক সিগারেট ও সিগারেট এক্সেসরিজ জব্দ করেছে এনএসআই সদস্যরা।

রোববার (২২ জুন) ভোরে আবুধাবি থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা এক্সেসরিজের মধ্যে রয়েছে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা। তার মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে আট লাখ টাকা। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে ই-সিগারেট ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এটি আমাদের নিয়মিত নজরদারির সফল অংশ।

তিনি আরও বলেন, যেহেতু যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী জব্দ করা সামগ্রী ডিএম (ডিপার্টমেন্টাল ম্যাটার) হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

Read Entire Article