চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন

2 months ago 32

জনগণের অর্থায়নে পরিচালিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ১১টায় হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতাল দখলের নামে একটি চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। যা হাসপাতালের সেবাদানের পরিবেশকে নষ্ট করছে। ষড়যন্ত্র না করে একটি প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক। এতে হাসপাতালের সেবাদানের পরিবেশে তেমন প্রভাব পড়বে না।

এসময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জালাল উদ্দীন, পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ চৌধুরী আরজু, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজুন নূর রোজী, অধ্যাপক ডা তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের আইসিএইচ ডাইরেক্টর ডা. আবু সৈয়দ চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আখতার, এডাল্ট আইসিইউ অ্যান্ড এএম ইউর সহযোগী অধ্যাপক ডা মেহেদি হাসান, এনেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইফতেখার উদ্দিন তামিম, শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, শিশু নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন জুয়েল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন আজাদ, শিশু আইসিইউর সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, ডা. মিশু তালুকদার, শিশু হেমাটো অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইন্দিরা চৌধুরী, চমেক হাসপাতালে পোস্ট গ্রেজুয়েট কমিটির সদস্য ডা. তাশদীদ নূর, মা ও শিশু হাসপাতালে মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার আশিক হোসেন সাকিবসহ হাসপাতালের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read Entire Article