চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে। এবারর পাসের হার ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।
এবার এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এবার এক বিষয়ে ২৪ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী ফেল করেছে। এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রকাশিত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত ফলাফলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য জানান।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ২০২১ সালের পরীক্ষায় ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন অংশ নিয়ে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। ২০২২ সালের পরীক্ষায় ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন অংশ নিয়ে ১ লাখ ৩০ হাজার ১৩ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ।
২০২৩ সালের পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৩৮৩ জন অংশ নিয়ে ১ লাখ ২০ হাজার ৮৬ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। ২০২৪ সালের পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ২৪ জন অংশ নিয়ে ১ লাখ ২০ হাজার ৮৭ জন পাস করে। ওই বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।
আর চলতি বছর ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন অংশ নিয়ে ১ লাখ ১ হাজার ১৮১ জন পাস করে। এ বছর পাসের হার ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ।
এমডিআইএইচ/বিএ