চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

4 hours ago 6

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তার হওয়ারা হলেন— মো. শাহিন, মো. জব্বার, মো. আরমান উদ্দিন নিশাত, ওমর মিয়া, জালাল হোসেন আরিফ, মো. পারভেজ, মো. আলাউদ্দিন, মো. বেলাল উদ্দিন রনি, মোগলটুলি ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মুসলিম উদ্দিন, মো. জিয়াউল হক রাজু, মো. ফোরকান, মো. শামিমুল করিম, মো. আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. জুয়েল, মো. সাহাব উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক।

এ ছাড়া রবিউল হোসেন, মো. রাসেল, মো. ইলিয়াছ, দিদার মিয়া, মো. আল আমিন, শাকিল হোসেন, মো. রাকিব, মো. জাহাঙ্গীর, মো. হাবিবুর রহমান পলাশ, সাফায়েত হোসেন, আজফার কামাল চৌধুরী শাওন, আবু সাঈদ সুমন, মো. রাসেল, শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, নয়ন, মো. মোজাম্মেল হক ও  মো. কামাল।

Read Entire Article