চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের শাস্তি দাবি ইসকনের

2 months ago 29

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইসকন বাংলাদেশ বিশ্বাস করে, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার প্রসারে সকলে ঐক্যবদ্ধ থাকুক- আমরা এ প্রত্যাশা করি।’

Read Entire Article