চট্টগ্রামে খেলাপি ঋণ আদায়ে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

1 month ago 17

চট্টগ্রামের খাতুনগঞ্জে খেলাপি ঋণ আদায়ে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ন্যাশনাল ব্যাংক কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে খাতুনগঞ্জের এ ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন তারা।

এ সময় ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আবু ফারুকী জানান, এ ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কাছ থেকে নেওয়া ৪০০ কোটি টাকার ঋণ পরিশোধ করেনি। এর মধ্যে প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা মেসার্স মাসুদ ব্রাদার্সের কাছে ২২০ কোটি টাকা ও রুবি ফুড প্রোডাক্টস এ ১৮০ কোটি টাকা ঋণ আদায় করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে তাদের এ ঋণ অনাদায়ী রয়েছে। নানাভাবে চেষ্টা করেও তাদের এ ঋণ আদায় করা সম্ভব হয়নি। সবশেষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যাংক কর্মকর্তারা মাঠে নেমেছে।

প্রতিষ্ঠানটি তাদের শীর্ষ ১০ ঋণখেলাপির তালিকায় আছে বলেও জানান ব্যাংকের এ কর্মকর্তা। এ সময় ব্যাংকের অন্য কর্মকর্তারা দাবি করেন, শত হাজার কোটি টাকার এমন অনেক খেলাপি ঋণ আদায় না হওয়ায় ব্যাংকে তারল্যসংকট, নিয়মিত লেনদেনে বিপত্তিসহ নানা ব্যাংকিং কার্যক্রমে সংকট দেখা দিয়েছে। গত সেপ্টেম্বর থেকে ঋণখেলাপিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অন্তত ৮০০ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।

একই সময়ে ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তারা সাদ মুসা গ্রুপের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
 

Read Entire Article