চট্টগ্রামে জ্বালানিবাহী ট্রেন লাইনচ্যুত, চবি শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ

2 months ago 6

চট্টগ্রামে হাটহাজারীগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরীর আমিন জুট মিলের অদূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে হাটহাজারীর একটি বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সাড়ে ৩টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়। তবে বিকেল গড়িয়ে গেলেও শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘দুপুরে হাটহাজারীগামী একটি জ্বালানিবাহী ট্রেনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। সাড়ে তিনটার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়। এখন প্রকৌশল বিভাগের সংকেত পাওয়ার পর এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।’

এদিকে দুর্ঘটনার জেরে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর ১টা, ২টা ও ৩টা ৩০ মিনিটে শহরগামী তিনটি ট্রেন চলার কথা থাকলেও একটি ট্রেনও ছেড়ে যায়নি। একইভাবে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী ২টা ৩০ ও ৩টা ৩০ মিনিটের ট্রেনগুলোও বাতিল করা হয়। ফলে বহু শিক্ষার্থী ক্যাম্পাস স্টেশনে অপেক্ষা করেও ট্রেন না পেয়ে অবশেষে সড়কপথে শহরের উদ্দেশে যাত্রা করেন।

Read Entire Article