চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

10 hours ago 8
চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস সড়কে হঠাৎ বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের পর মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে পাশের একটি বহুতল ভবন। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে থাকা ট্রান্সফরমারটি আচমকা বিস্ফোরিত হয়। তাতেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন ভবনে। স্থানীয় বাসিন্দারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান কালবেলাকে বলেন, আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বহুতল ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Read Entire Article