চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু

1 month ago 7
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। সোমবার (০৪ আগস্ট)  বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত দুজন হলেন রাঙামাটির বাসিন্দা ধুখি চাকমা (৪৯) এবং নগরীর সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা তাহসিন আজমি (২৮)। ধুখি চাকমাকে গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৩ আগস্ট) রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, তাহসিন আজমি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রোববার রাতেই মারা যান। চট্টগ্রামে চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে। এ পর্যন্ত জেলায় মোট ৯৪৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া একই সময় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Read Entire Article