চট্টগ্রামে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু : কাভার্ডভ্যানের চালক গ্রেপ্তার

6 hours ago 2

চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় কাভার্ডভ্যানচালক সিয়াম খানকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সিয়াম বরিশালের সদর উপজেলার আস্তাকাঠি এলাকার বাসিন্দা।

গত ১৮ আগস্ট ভোরে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে মাছ আনার জন্য চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে যাচ্ছিল একটি পিকআপভ্যান। পথে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় সেটি। সংঘর্ষে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন অজিত দাস (৩৫), আকাশ দাস (২৬), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও পিকআপচালক মো. সোহাগ (৩২)। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাব জানায়, সিয়াম নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দুর্ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সিয়াম নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রামের আকবর শাহ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article