চট্টগ্রামে পরিত্যক্ত ভবন থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

3 months ago 8

চট্টগ্রামে সদরঘাট থানার বাংলাবাজার এলাকার একটি পরিত্যক্ত ভবনের বাথরুম থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সদরঘাট থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পূর্ব মাদারবাড়ি এলাকার সোনালি পরিবহন সংস্থার মালিক গত ২০ জানুয়ারি থানায় অভিযোগ করেন, রাতে তার অফিসে চুরি হয়। এ সময় চোর তার একটি লাইসেন্স করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। 

এরপর অভিযানে নেমে পুলিশ প্রথমে মো. শাকিল বাবুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে ধরা পড়ে জিল্লুর রহমান রহিত। তাদের দেওয়া তথ্যে লাইসেন্স করা বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও একটি পুরোনো রেঞ্চ, একটি লোহার কাটার উদ্ধার করে। 

এ মামলায় আবু বক্কর সিদ্দিক ও মো. আরিফ হোসেন মেহেদীকে পরে গ্রেপ্তার করা হয়। আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ১৩টি, মেহেদীর বিরুদ্ধে ২২টি, শাকিল বাবুর বিরুদ্ধে ১৭টি এবং জিল্লুর রহমান রহিতের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। 

চট্টগ্রাম সদরঘাট থানার ওসি আব্দুর রহিম কালবেলাকে বলেন, জানুয়ারি মাসে ব্যবসায়ীর দায়ের করা চুরি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোপূর্বে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা সবাই এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের দেখানো মত স্থানে গিয়ে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

Read Entire Article