চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জয়ারটেক পশুরহাটে এবার নতুন চমক মরুভূমির জাহাজ ‘উট’। প্রথমবারের মতো পশুরহাটে আসা এসব উট দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন কৌতূহলী মানুষ। কেউ কেউ ছবি তুলছেন, ভিডিও করছেন, শিশুরা উটের চারপাশ ঘিরে হৈ-চৈ করছে। এর আগে ২০২২ সালে এ হাটে গোলাপি মহিষ তুলে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এক খামারি। এবার সেই চমককে ছাপিয়ে গেছে উটের উপস্থিতি।
এ হাটে আনা হয়েছে তিনটি উট। প্রতিটির... বিস্তারিত