চট্টগ্রামে ১০ দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা
মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট, শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখা।
রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। পরে তারা চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনা ও চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি রণজিৎ কুমার নাথ, আঞ্চলিক শাখার কামাল উদ্দিন, খোকন চক্রবর্তী, আলতাজ মিয়া, শহীদুল ইসলাম, শ্যামল দে, মেজবাহ উদদীন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তী, উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, উপজেলা ও থানা শাখার শাহ আলম, একেএম মহিউদ্দিন রাসেল, রফিকুল ইসলাম, আবু সালেক, শফিউল আলম, আবু তৈয়ব, কাঞ্চন বিশ্বাস, আবু বক্কর প্রমুখ।
১০ দফা দাবির মধ্যে রয়েছে—মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট এবং শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদুল ফিতরের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, ইএফটি সমস্যার দ্রুত সমাধান, সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডসহ টাইম স্কেল প্রদান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন বদলি প্রথা চালু করা।