চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

2 weeks ago 10

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। নগরীর লালদিঘি মাঠে এ মেলা চলবে রোববার (১৯ আগস্ট) পর্যন্ত। মেলায় ৬১টি স্টলে রঙ-বেরঙের গাছ প্রদর্শিত হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি নগরীকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে ১০ লাখ চারা গাছ লাগানোর ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে, গাছ আমাদের বেঁচে থাকার পথ সুগম করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ—যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে।’

ডা. শাহাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর, কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র আরও বলেন, ‘ময়লা জানালা বা রাস্তার বাইরে ফেলার পরিবর্তে ঝুড়িতে ফেলতে হবে। এতে নালা ভরাট হবে না এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। ঘুমানোর আগে ও সকালে দাঁত ব্রাশ করা, সকালের নাস্তা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। শিক্ষার্থীরা সততার সঙ্গে কাজ করতে এবং বিপদে থাকা বন্ধুর পাশে দাঁড়াতে শিখবে।’

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। 

তিনি বলেন, ‘যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি দলের নেতাকর্মীদের অনুরোধ করেছি এসব লাগানো থেকে বিরত থাকতে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন—শহরের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ব্যানার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

Read Entire Article