চট্টগ্রামের প্রতিটি জায়গায় বিন বসাবে চসিক

2 weeks ago 18

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিটি জায়গায় বিন বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কোনো ব্যবসায়ী যদি তার দোকানের সামনে বসানো বিনে ময়লা ফেলে তাহলে প্রথমে সতর্ক করে পরে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়ার কথাও ভাবছে সিটি করপোরেশন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর একটি কনভেনশন হলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। সারা চট্টগ্রামের প্রতিটি জায়গায় বিন দিয়ে দেব। তাহলে ময়লাগুলো সেখানে ফেলতে পারবে। পথচারীরাও রাস্তায় না ফেলে বিনে ফেলবে। প্রত্যেকটা দোকানদারকে সেই দায়িত্ববোধের জায়গায় নিয়ে আসতে চাই। তাদের যে ট্রেড লাইসেন্স আছে আমি বলে দিয়েছি, ময়লা যদি দোকানের সামনে রেখে বিনে না ফেলে প্রথমত সতর্ক করে পরে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এ ধরনের কিছু উদ্যোগ আমাদের নিতে হবে শহরকে সুন্দর রাখার জন্য। এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। 

চট্টগ্রাম নগরীর সব পাহাড় কেটে ফেলা হচ্ছে জানিয়ে সিটি মেয়র বলেন, চট্টগ্রামের পাহাড়গুলো ইচ্ছে করে কাটা হচ্ছে। এ পাহাড় কাটা রোধ করতে হবে। যারা এসবের সঙ্গে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

দায়বদ্ধতার জায়গা থেকে শহরকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে মন্তব্য করে ডা. শাহাদাত বলেন, একটা মিনারেল ওয়াটার অর্থাৎ প্লাস্টিকের বোতল, একটা পলিথিন, ককশিট, যদিও এগুলো পানিতে পচনশীল না। তবে এগুলো জলাবদ্ধতার কারণ, তারপরও ফেলছি। নিজেকে প্রশ্ন করতে হবে শহরকে সুন্দর রাখতে কতটা দায়বদ্ধ আমরা! বিদেশে গেলে তো এসব আমরা ফেলি না, কিন্তু এখানে ফেলছি কেন?

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ব্যাংকের ডিএমডি ফজলুর রহমান চৌধুরী।

Read Entire Article