চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে বরাবরই নানা রহস্য আর কুসংস্কার প্রচলিত আছে। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু জায়গায় মানুষ মনে করেন — চন্দ্রগ্রহণের সময় খালি চোখে চাঁদের দিকে তাকালে ক্ষতি হতে পারে।
কেউ বলেন চোখ নষ্ট হয়ে যাবে, কেউ বলেন এতে অশুভ শক্তি ভর করে। কিন্তু বিজ্ঞান কি এসব সমর্থন করে? চলুন জেনে নেই চন্দ্রগ্রহণ দেখা সংক্রান্ত বিশ্বাস ও তার পেছনের বিজ্ঞান।
লোকবিশ্বাস যা বলে
বাংলাদেশে গ্রামের দিকে এখনও শোনা যায় -- চন্দ্রগ্রহণের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। অনেকে বলেন, গ্রহণকালে চাঁদ ‘অশুভ আলো’ ছড়ায়, যা চোখে গেলে অন্ধ হয়ে যেতে পারে।
কেউ কেউ বিশ্বাস করেন, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখলে মাথাব্যথা, বমি বা মানসিক অস্থিরতা দেখা দেয়। গর্ভবতী নারীদের এসময় বাইরে যেতে নিষেধ করা হয়। ধারণা করা হয়, এতে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে।
কিন্তু আসলেই কি ছোটবেলার এই চাঁদমামা চন্দ্রগ্রহণের সময় হঠাৎ করেই খলনায়ক হয়ে যায়?
বিজ্ঞান যা বলে
বাস্তবে, চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কোনো ক্ষতি হয় না। কারণ চন্দ্রগ্রহণ মানে হলো -- পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর ছায়া ফেলছে। এ সময় চাঁদ অন্ধকার বা লালচে রঙ ধারণ করে, কিন্তু এতে চোখের জন্য কোনো ক্ষতিকর রশ্মি নেই।
এর সৌন্দর্য উপভোগ করতে কোনো বিশেষ যন্ত্রের দরকার নেই। তবে টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করলে চাঁদের লালচে ভাব বা ‘ব্লাড মুন’ আরও স্পষ্ট দেখা যায়।
অর্থাৎ, এটি খালি চোখে দেখা একেবারেই নিরাপদ।
মানুষ যুগে যুগে অজানাকে ভয় পেয়েছে, আর সেই ভয় থেকেই জন্ম নিয়েছে নানা কুসংস্কার। চন্দ্রগ্রহণ নিয়ে অশুভ বিশ্বাসও তারই অংশ। কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, চন্দ্রগ্রহণ আসলে প্রকৃতির এক চমৎকার অথচ স্বাভাবিক ঘটনা। এটি দেখলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং এটি আমাদের জ্যোতির্বিজ্ঞানের সৌন্দর্য কাছ থেকে দেখার দুর্লভ সুযোগ তৈরি করে দেয়।
তাই আজ চন্দ্রগ্রহণের বিশেষ মুহূর্তটি উপভোগ করুন নিশ্চিন্তে।
সূত্র: নাসা, আমেরিকান অ্যাকাডেমি অফ অপথালমোলজি, বিবিসি সায়েন্স
এএমপি/জেআইএম