চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের ভুল তথ্য ছড়ানো হচ্ছে : হারুন ইজহার

2 days ago 5
সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজহার। রোববার (১৭ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য জানান। ফেসবুক পোস্টে হারুন ইজহার লেখেন, ঢাকার কিছু তরুণ আলেম উদ্যোক্তা গতকাল আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসেন। আমি তখন সফরে বের হচ্ছিলাম, মাত্র কয়েক মিনিট কথা হয় তাদের সাথে। সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির এলাকায় কোনো মসজিদ নির্মাণের অভিপ্রায় তারা ব্যক্ত করেননি। তারা শুধু বলেছেন পর্যটকদের জন্য উপযুক্ত কোনো জায়গায় একটা মসজিদ দরকার এবং এ বিষয়ে তারা অর্থায়নে আগ্রহী।  তিনি বলেন, আমি তাদের এর জন্য সাধুবাদ জানাই। আর আমিও মনে করি ইকোপার্ক অংশে মুসলিম পর্যটকদের সুবিধার জন্য ইবাদাতখানা নির্মাণের জন্য প্রশাসনের সাথে পরামর্শ করে একটা উদ্যোগ নেওয়া যায়। সর্বশেষ তিনি বলেন, বাস্তব ঘটনার বিপরীতে একটি মহল এ বিষয়ে প্রোপাগান্ডা চালিয়ে হিন্দু সমাজকে উসকানি দিয়ে যাচ্ছে। ভুল তথ্য প্রচার করে ধর্মীয় উত্তেজনা না ছড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করছি।
Read Entire Article