চবির প্রকৌশলী মাহফুজুর রহমান সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হলেও মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানের বিরুদ্ধে খারাপ আচরণ, অশালীন ও অসংগতিপূর্ণ ভাষা ব্যবহার এবং ঠিকাদারি কাজে বাধা প্রদানের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্য কর্তৃক গঠিত কমিটির তদন্তের স্বার্থে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন-ভাতাদি পাবেন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাহফুজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে কি না তা নির্ধারণ করা হবে।