চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

5 hours ago 5
এশিয়া কাপ ২০২৫-এর জন্য দল ঘোষণা করেছে ভারত। অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে, আর চমক জাগিয়ে তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলকে। তবে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার কিংবা যশস্বী জয়সওয়ালের মতো তারকাদের। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজসহ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে ছিলেন না গিল। কিন্তু ইংল্যান্ডে টেস্ট সিরিজে তার ব্যাটিং ঝড় (পাঁচ ম্যাচে রেকর্ড ৭৫৪ রান) আবারও তাকে আলোচনায় ফিরিয়ে এনেছে। সেজন্যই নির্বাচক কমিটি নিশ্চিতভাবে জায়গা করে দিল এশিয়া কাপের মূল দলে, তাও আবার সহ-অধিনায়ক হিসেবে। যদিও গিলের অনুপস্থিতিতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিং জুটিতে দুর্দান্ত ফর্ম দেখিয়েছিলেন। দুজনেই কয়েকটি সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের অবস্থান পাকা করেছেন। কিন্তু এশিয়া কাপে গিল ফিরলে স্যামসনের একাদশে জায়গা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। কারণ, স্যামসন ওপেনিং ছাড়া মধ্যক্রমে তেমন সফল নন, আর উইকেটকিপিংয়ের বিকল্প হিসেবে এগিয়ে আছেন জিতেশ শর্মা, যিনি আইপিএল ২০২৫-এ ফিনিশার হিসেবে রাজত্ব করেছেন। তরুণ তিলক ভর্মাকেও রাখা হয়েছে দলে। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুটি শতক হাঁকিয়ে নজর কাড়েন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও ছিলেন দারুণ ফর্মে। প্রধান নির্বাচক অজিত আগারকর বলেন, ‘আমাদের দলে অসাধারণ স্কিলসম্পন্ন খেলোয়াড় আছে। এটা সূর্যকুমারের কাজ অনেক সহজ করে দিয়েছে।’ এদিকে শ্রেয়াস আইয়ার আইপিএলে দুর্দান্ত খেললেও তাকে রাখা হয়নি মূল দলে। যশস্বী জয়সওয়ালকেও সুযোগ দেওয়া হয়নি, তবে স্ট্যান্ডবাই লিস্টে আছেন তিনি। ফিটনেস প্রমাণ করার পর এশিয়া কাপে ফিরেছেন ভারতের মূল বোলার জাসপ্রীত বুমরাহ। তাকে সহায়তা করবেন আর্শদীপ সিং, যিনি ধীরে ধীরে ভারতের টি-টোয়েন্টি বোলিংয়ের অন্যতম ভরসা হয়ে উঠছেন। ভারতীয় দল – এশিয়া কাপ ২০২৫ মূল স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ঋঙ্কু সিং। স্ট্যান্ডবাই: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল।
Read Entire Article