চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা

7 hours ago 3

সেপ্টেম্বর মাসকে বই উপহার মাস ঘোষণা করেছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে পঞ্চমবারের মতো এমন অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পুরানবাজারের উদয়ন কঁচিকাচার মেলা হল রুমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শেষে রক্তিম ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিজয়ী চাঁদপুরের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন উদয়ন কঁচিকাচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, সমাজসেবক ও সংগঠক আশিক খান, গীতিকবি রবীন্দ্র মজুমদার ও কবি মিজানুর রহমান স্বপন।

চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা

শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা ও সাংবাদিক মাইনুদ্দিন জীবন।

অনুষ্ঠানে উদয়ন সংগীত বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা সাহা ও মিতু সাহার পরিচালনায় সংগীত পরিবেশন করেন একঝাঁক উদীয়মান কণ্ঠশিল্পী। বাঁশি বাজান বেলাল শেখ।

আরও পড়ুন

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, ‘মাসব্যাপী চলবে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের মতো বই উপহার দেওয়ার টার্গেট আছে। গত ছয় বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ‘বই কখনো হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধবো ঘর।’

চর্যাপদ সাহিত্য একাডেমির ৫ম বই উপহার মাস ঘোষণা

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, ‘মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মাসব্যাপী পথে-ঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার দেওয়া হবে বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২১ সাল থেকে টানা পঞ্চমবারের মতো বই উপহার মাস ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে বই উপহার মাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

এসইউ/এমএস

Read Entire Article