চলন্ত কাভার্ডভ্যানে জ্বলছে আগুন। হঠাৎ লুকিং গ্লাসে চালকের চোখে পড়ল গাড়ির পেছনে ধোঁয়া উড়ছে। সঙ্গে সঙ্গে গাড়িটি দাঁড়িয়ে যায় এবং স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন বেড়ে যাওয়ায় আশঙ্কায় কুমিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। এতে ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানা যায়, পণ্যবাহী একটি কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কাভার্ডভ্যানটি বাঁশবাড়িয়া বাজার অতিক্রম করার সময় চালক লুকিং গ্লাসে দেখতে পায় পেছনের ধোঁয়া উড়ছে। পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, কাভার্ডভ্যানটির ভেতরে কিছু অ্যালুমিনিয়াম, লোহা আর ব্যাটারির অ্যাসিড ছিল। ওই অ্যাসিড থেকে আগুন ধরে। মূলত তাপমাত্রা বেশি হওয়ার কারণে গাড়িতে আগুন লেগে যায়। তাতে ভেতরে থাকা অর্ধলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নেভানোর ফলে ক্ষতি কম হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে কাভার্ডভ্যানটি থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।