চাঁদপুরে কোস্টগার্ডের অভিযান, আটক ২৮

16 hours ago 7

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৩টি বোটসহ ২৮ দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি স্পিডবোট ও ১টি দেশীয় নৌকাসহ ২৮ দুষ্কৃতকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দ সব ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটক ২৮ আসামিকে বেলতলি নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন- চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

Read Entire Article