চট্টগ্রামে সিটি সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর আবদুল বারেককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব।
গ্রেফতার বারেক সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, দুপুরে সাবেক কাউন্সিলর বারেককে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস