চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

3 months ago 77

চাঁদপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম জাফরাবাদ ২ নম্বর ওয়ার্ড ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢালী বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) ও একই এলাকার খান বাড়ির মৃত আমিন খানের ছেলে আনোয়ার হোসেন খান (৫৫)।

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

মন্টু ঢালীর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, আনোয়ার খান বাসায় নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় ঘরের বেড়ার টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। পরে দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়।

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

Read Entire Article