চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

2 months ago 6

চাঁদপুরের মতলব উত্তরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে এ তথ্য জানান চাঁদপুরের আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, সকাল ১০টার দিকে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার রামদাশপুর এলাকা থেকে একটি ৯ এম এম পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি অ্যামোনিশন উদ্ধার করা হয়।

তবে যৌথবাহিনী টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অস্ত্র, গুলি ও অ্যামোনিশন মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article