চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বড় ভাই মাসুম মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চৌড়াপাড়া পাচানী এলাকার মোতালিব মিয়ার ছেলে ডা. মামুনুর রশিদ স্থানীয় বাজারে ফার্মেসির ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কাছ থেকে একই গ্রামের মন্না মিয়ার ছেলে হারুন ও তার লোকজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। পরে তা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে শনিবার রাতে মানুনুর রশিদ ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে হারুনের নেতৃত্বে আসিফ, রায়হান, সুমন, সোহাগ, সেলিমসহ ৮-১০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা মামুনুরের হাত-পা ভেঙে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ী মামুনুর রশিদের ভাই মাসুম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে চাঁদা না দেওয়ায় আমাদের পরিবারের বিরুদ্ধে শত্রুতা করে আসছিল। শনিবার রাতে একা পেয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করে।
অভিযুক্ত হারুন বলেন, তার ভাগিনারা এ ঘটনায় জড়িত থাকতে পারে কিন্তু তিনি এসব বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।