চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

5 days ago 5
রংপুরের পীরগাছায় বিএনপি নেতাদের নামে অপপ্রচার, চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পীরগাছা থানায় মামলাটি করা হয়। মামলার আসামিরা হলেন উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চণ্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামীম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এ ছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুঁইফোড় একটি নিউজ পোর্টাল ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও সংবাদ৩৬৫ ফেসবুক পেজের মাধ্যমে দলীয় নেতাদের নামে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে মামলার বাদীর কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা রয়েছে। এ ছাড়া এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা বলেন, ৫ আগস্ট থেকে বিভিন্ন সময় ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ‘সংবাদ৩৬৫’ ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।  অভিযোগে বলা হয়, পোর্টালটিতে বিকৃত ও সাজানো তথ্য এবং পুরোনো ভিডিও ব্যবহার করে ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়। তারা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে। এদিকে মামলার এক নম্বর আসামি শামসুল হক সবুজ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি সেই ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি গত ৭ আগস্ট থেকে বগুড়ায় অবস্থান করছেন। তিনি একজন জুলাই যোদ্ধা। সংবাদ৩৬৫.নিউজ ওয়েবসাইট ও সংবাদ৩৬৫ ফেসবুক পেজের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 
Read Entire Article