বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় বালু ব্যবসায়ী রুহুল আমিন মৃধা নামে এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরিকল বন্দরে এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন মৃধা উপজেলা যুবদলের সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মৃধার ছেলে।
আহতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিয়নের বারোকানি গ্রামের শিপন ও নাইম জমাদ্দার নামের দুই সন্ত্রাসী রুহুল আমিন মৃধার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। রুহুল আমিন চাঁদা দিতে অস্বীকার করায় শিপন ও নাইমের নেতৃত্বে রুহুলকে হাতুড়িপেটা করা হয়। এসময় হামলাকারীরা রুহুলের সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে শিপন ও নাইম জমাদ্দারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া কালবেলাকে বলেন, যুবদল নেতাকে হাতুড়িপেটার ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।