চাঁপাইনবাবগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে মিষ্টি মুখ

3 weeks ago 20

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে পালিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়। 

দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আবুল হায়াত শাহীনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইসরাইল সেন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলু হক, বিশিষ্ট সমাজসেবক, জাহিরুল ইসলাম মাখন, লেখক ডা. আব্দুস সামাদ, ম্যাংগো প্রসেসিং উদ্যোক্তা মুঞ্জের আলম মানিক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আবুল হাসনাত ও নাচোল উপজেলা প্রতিনিধি গর্বিতা রানী প্রমুখ।

বক্তারা বলেন, কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে কালবেলা দ্রুত সময়ে গণমানুষের আস্থা অর্জন করছে। কালবেলা আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কালবেলার নাচোল উপজেলা প্রতিনিধি গর্বিতা রানীর তনয়া শুভ্রতা। এ সময় অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।

Read Entire Article