চাঁপাইনবাবগঞ্জে ট্রেন অবরোধ করে বিক্ষোভ

3 months ago 13

চাঁপাইনবাবগঞ্জে আট দফা দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে তারা মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। ফলে ট্রেনটি ৩৫ মিনিট দেরিতে ছেড়ে যায়।

এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। তারা স্থানীয়দের সঙ্গে কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে আগামী কাল আবারও রেলপথ অবরোধের ঘোষণা দেন।

বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এ ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে।

রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ জানান, আন্দোলনকারীরা তাদের দাবি উপস্থাপন করলে তিনি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেন। ঊর্ধ্বতন কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৩৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধনে সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

Read Entire Article