চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে নাবিল গ্রুপের খাদ্য সহায়তা

1 day ago 5
চাঁপাইনবাবগঞ্জে বন্যা দুর্গতদের মাঝেখাদ্য সহায়তা দিয়েছে নাবিল গ্রুপ। জেলার চর আলাতুলি এলাকায় এ সহায়তা দেওয়া হয়েছে।  রোববার (১৭ আগস্ট) নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনসংযোগ ব্যবস্থাপক মো. বদরুদ্দোজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে, পদ্মা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সৃষ্ট বন্যায় রাজশাহীর গোদাগাড়ী, পবা ও চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলসমূহে মানুষের জীবন মানবেতর হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষের দুর্দশা লাঘবে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে রোববার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চর আলাতুলি এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে নাবিল গ্রুপের  উদ্যোগে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ এবং জিএম এডমিন মোহাম্মাদ তৌফিক উজ জামান, সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার শরীফ আল হাসান, সিকিউরিটি ইনচার্জ মো. কামরুজ্জামান প্রমুখ।   উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সর্বদা দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে আসছে।         
Read Entire Article