চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না বললেন যুবদল নেতা

12 hours ago 6
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেকসহ বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীরা পাস করে চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না। লেখাপড়া শেষ করলেই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার (৫ এপ্রিল) সকালে সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি রতনপুর, ধলবাড়িয়া ও মথুরেশপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে ঈদ-পরবর্তী তৃণমূলের সাধারণ মানুষের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এসময় তিনি বলেন, একটি দেশের ক্ষতি করতে হলে সেই দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয়। আর আওয়ামী লীগ সেটাই করেছে। আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়েছে। পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষাখাত চালাত। তিনি বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান চেয়েছিলেন শিক্ষিত ছেলেমেয়েদের দিয়ে দেশ পরিচালনা করতে। যার ফলশ্রুতিতে বিভিন্ন উদ্যোগও নিয়েছিলেন তিনি। বিএনপি আগামী দিনে ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে শিক্ষাখাতে। বিএনপি এই ভেঙে পড়া শিক্ষাখাতকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী সব সূর্য সৈনিককে ঐক্যবদ্ধ থেকে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মুরশীদ আলী, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো. আ. সালাম ও আমজাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, পরিশেষে কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
Read Entire Article