গত সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে চেলসির ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু। শুক্রবার তারা ওয়েস্ট হ্যামের মাঠে নামার আগে পেলো দুঃসংবাদ। ইনজুরিতে পড়া কোল পালমারকে পাচ্ছে না তারা। লন্ডন স্টেডিয়ামে নামার ৬ মিনিট যেতেই তাদের জাল কাঁপালো ওয়েস্ট হ্যাম। ওই এক গোল যেন তাঁতিয়ে দিলো চেলসিকে। ম্যাচটি তারা শেষ করলো ৫-১ গোলে জিতে।
হোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনজো ফের্নান্দেজ, মোয়াসেস কাইকেদো ও... বিস্তারিত