চাল ও পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা
চট্টগ্রামের পাহাড়তলীতে চাল ও পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, পাহাড়তলী বাজারের চাল ও পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চাল ও একটি পেয়াজের আড়ত মালিককে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে বিএসটিআইয়ের টিম দ্বারা ওজন স্কেলের সঠিকতা যাচাই করা হয়। এ সময় ডবলমুরিং থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা প্রদান করে।

2 hours ago
5









English (US) ·