ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, ভেবেছিলাম এবার আর চাঁদাবাজি, দখলদারি, গুম হত্যা, গুণ্ডামি থাকবে না। দুঃখের বিষয় আবারও দখলবাজি ও ঘুষ বাণিজ্য জমজমাট চলছে। অফিস আদালতে ঘুষ বাণিজ্য বেড়েই চলছে। অন্যায়কারীদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ, চাঁদাবাজি, দখলদারি বন্ধ হয়নি, সবই চলছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলনের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন অন্য দলের লোক জেলে ছিল, জামিন পায়নি। এখন আওয়ামী লীগ চলে গেছে, তাদের সমর্থকরা জেলে গেছে জামিন নেই। তার মানে বিচার বিভাগ স্বাধীন না।
তিনি আরও বলেন, সব অন্যায়কে বন্ধ করতে হলে ইসলামের দিকে আসতে হবে, কোরআনকে ফলো করতে হবে। শান্তির প্রতীক পাখা মার্কাকে ফলো করতে হবে তাহলেই শান্তি আসবে।
ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হান্নান মাতুব্বরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, সদরপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদ মাস্টার, তোর ভদ্র উপজেলার সভাপতি মুফতি সেলিম হোসাইন, ভাঙ্গা উপজেলা সদর আলহাজ হাবিবুর রহমানসহ উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।