চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

4 hours ago 5
আমরা সবাই কমবেশি চোখ পিটপিট করি- অর্থাৎ দ্রুত চোখ খোলা ও বন্ধ করি। কারও ক্ষেত্রে এই হার একটু বেশি, কারও ক্ষেত্রে কিছুটা কম। তবে কখনো কি ভেবে দেখেছেন, ছেলেরা নাকি মেয়েরা চোখ পিটপিট বেশি করে? এ প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞরা। চোখের পাতা পড়া একেবারেই স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এর মাধ্যমে চোখ পরিষ্কার থাকে এবং এ কাজ মানুষকে আলাদা করে ভেবে করতে হয় না; শরীর নিজে থেকেই চোখ খোলা-বন্ধ করে নেয়।  বিশেষজ্ঞদের মতে, চোখের পাতা পড়া চোখের জন্য উপকারী। তবে প্রশ্ন হলো- ছেলেরা নাকি মেয়েরা বেশি চোখের পাতা ফেলে? এর উত্তর অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না।  গবেষকরা বলেছেন, চোখের পাতা ফেলায় ছেলেদের তুলনায় এগিয়ে আছেন মেয়েরা। একজন নারী গড়ে প্রতি মিনিটে প্রায় ১৯ বার চোখের পাতা ফেলেন, যেখানে একজন পুরুষ ফেলেন মাত্র ১১ বার। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, বয়স্ক নারীরা অপেক্ষাকৃত তরুণীদের তুলনায় আরও বেশিবার চোখের পাতা ফেলে থাকেন।  তথ্যসূত্র : নিউজ এইটিন
Read Entire Article