চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

3 hours ago 3

চোখ শুধু দেখার জন্য নয়, চোখ অনুভব করে—আর সেই অনুভব প্রকাশ করেও দেয়। অনেক সময় আমরা যেটা মুখে বলতে পারি না, সেটা চোখ দিয়েই সহজে বোঝানো যায়। কারও চোখে তাকিয়ে থাকলেই বুঝে ফেলা যায়, সে খুশি না দুঃখী, সে সত্যি বলছে না মিথ্যা।

সম্পর্কের গভীরতা বাড়ে যখন আমরা একে অপরের চোখে চোখ রাখি। কারণ চোখের ভাষা সত্য, এ ভাষা মিথ্যার আশ্রয় নেয় না।

আরও পড়ুন : যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

আরও পড়ুন : কীভাবে বুঝবেন স্বার্থপর সঙ্গীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা

যোগাযোগ আরও গভীর হয়

ভালো সম্পর্কের মূল চাবিকাঠি হলো ভালোভাবে যোগাযোগ করা। কথা না বলেও চোখ দিয়ে অনেক কিছু বোঝানো যায়। একে বলা যায় নীরব ভাষা। প্রিয়জনের চোখে চোখ রেখে কথা বললে সম্পর্কের গভীরতা বাড়ে।

বিশ্বাস তৈরি হয়

অনেকেই মনে করেন, চোখ মিথ্যা বলে না। তাই কারও চোখে তাকিয়ে কথা বললে বোঝা যায় সে সত্যি বলছে কি না। এতে একে অপরের প্রতি বিশ্বাস তৈরি হয়। চোখ অনেকটা তালার চাবির মতো—যা দিয়ে সম্পর্কের বন্ধন খোলা যায়।

ধৈর্য ধরে শোনার ইঙ্গিত

আপনি যখন কারও কথা মন দিয়ে শুনছেন, তখন চোখে চোখ রাখলেই বোঝা যায় আপনি গুরুত্ব দিচ্ছেন। এতে কথা বলার সময় একঘেয়েমি আসে না; বরং বোঝাপড়া আরও মজবুত হয়।

মানসিকভাবে কাছাকাছি আসা

চোখের মাধ্যমে দুজন মানুষের মানসিক দূরত্ব কমে যায়। একে অপরকে আরও ভালোভাবে বোঝা যায়। অভিমান কিংবা না বলা কথাগুলোও চোখের ভাষায় প্রকাশ পায়।

ভালো লাগা ও আকর্ষণ বোঝায়

প্রথম আকর্ষণ তৈরি হয় অনেক সময় চোখ দিয়েই। আপনি কার প্রতি কেমন অনুভব করছেন—তা চোখ দিয়েই বোঝা যায়। তাই কারও সঙ্গে সম্পর্ক গড়তে চাইলে চোখে চোখ রেখে কথা বলতেই হবে।

আরও পড়ুন : এমন কিছু কথা যা স্বামী-স্ত্রীর সম্পর্কে না বলাই ভালো

আরও পড়ুন : প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

চোখ শুধু শরীরের একটি অঙ্গ না—এটা মন থেকে মন ছুঁয়ে যাওয়ার রাস্তা। তাই ভালোবাসা, বোঝাপড়া আর সম্পর্ক গড়তে হলে, মাঝেমধ্যে চুপচাপ চোখে চোখ রাখাটাই অনেক কিছু বলে দেয়।
 
সূত্র: আনন্দবাজার

Read Entire Article