চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

2 days ago 10

কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে যায়। এসময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ২৬০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম

Read Entire Article